স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে হালিমা বেগম (২৫) নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগে স্বামী মুরাদ শেখকে (৪০) আটক করা হয়েছে। গতকাল রবিবার (১আগষ্ট) সকালে স্বামী কর্তৃক ওই গৃহবধূর নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ভাইরাল হলে স্বামী মুরাদ শেখকে আটক করে সিরাজদিখান থানা পুলিশ। অভিযুক্ত মুরাদ শেখ উপজেলার কাজীরবাগ গ্রামের হেলাল শেখের ছেলে। গৃহবধূ নির্যাতনের ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত গৃহবধূ হালিমা বেগমকে মারধর করে আসছিলো মাদকাসক্ত স্বামী মুরাদ শেখ। এ নিয়ে গত শনিবার স্থানীয় ইউপি সদস্য বিচার শালিস করেও গৃহবধূ নির্যাতনের কোন সুরাহা করতে পারেন নি। গতকাল রবিবার (১ আগষ্ট) সকালে গৃহবধূ হালিমা বেগমকে স্বামী মুরাদ শেখ মারধর শুরু করলে প্রতিবেশীরা মারধরে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে চাপাতি নিয়ে প্রতিবেশীদের ধাওয়া করে মাদকাসক্ত মুরাদ শেখ। পরে প্রতিবেশী খাদিজা নামে এক নারী গৃহবধূ হালিমা বেগমকে নির্যাতনের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইজবুকে ছড়িয়ে দিলে ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়। পরে স্থানীয় লোকজন গৃহবধূ হালিমা বেগমকে উদ্ধার করে ৯৯৯ ফোন করে ঘটনার বিষয় জানিয়ে আইনি সহায়তা চাওয়া হয়। প্রত্যক্ষদর্শী নারী খাদিজা জানান, মুরাদ হাতে চাপাতি নিয়ে মারধর করে এবং কেও ধরতে গেলে তাকে চাপাতি নিয়ে তেরে আসে বলে তার বৌকে তার হাত থেকে বাচানো সম্ভব না হওয়ায় ভিডিও ধারণ করে রাখি। ইউপি সদস্য মো. আবু সাঈদ জানান, আমি ঘটনা শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি মুরাদ হালিমার পেটে, পিঠে, মুখে কিল ঘুষি মারছে। আমি তাকে উদ্ধার করি এবং মুরাদকে আটকে রেখে পুলিশকে খবর দেই। এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা রুজু হয়েছে। বিয়ের পর থেকেই স্বামী মুরাদ শেখ তার স্ত্রীকে মারধর করতো বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
0 Comments