উত্তরের বাতাসে ভর করে রাজধানীসহ সারাদেশের তাপমাত্রা আবারও কমতে শুরু করেছে। আবহাওয়ার পূর্বাভাসেও আবারও শৈত্যপ্রবাহের আগমনের কথা বলা হয়েছে। উত্তরে বাতাসের বেগ হঠাৎ করেই বেড়ে গেছে সারা দেশে।
ডিসেম্বরের শেষের দিকে মাঝারি শৈত্যপ্রবাহের পর এবার সামনে আসতে চলেছে তীব্র শৈত্যপ্রবাহ। শুধু তাই নয়, সাথে নামতে পারে বৃষ্টিও। গত বছরের শেষ দিকে এসে বৃষ্টির সাথে মাঝারি শৈত্যপ্রবাহ নেমে আসে দেশের অনেক অঞ্চলে।
চলতি বছরের শুরুতেই আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একটি নয়, জানুয়ারিতেই দেশের প্রকৃতিতে নেমে আসতে পারে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ। এর ভেতর একটি হতে পারে তীব্রতর। আগামী দুই একদিনের ভেতরেই রাজধানী ঢাকাসহ উত্তরাঞ্চল এবং দেশের অন্যান্য অনেক জায়গায় শৈত্যপ্রবাহ নেমে আসতে পারে। সাথে আরও ঘন কুয়াশার আস্তরণও পড়তে পারে দেশের প্রকৃতিতে। তাপমাত্রাও নেমে যেতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
এদিকে সারাদেশে উত্তরে বাতাসের তীব্রতা বৃদ্ধি পেয়েছে বেশ ভালোভাবেই। ঢাকার উপর দিয়েই বাতাস বয়ে যাচ্ছে প্রায় ৫-১০ কিলোমিটার গতিতে। বাতাসের তীব্রতায় তাপমাত্রাও কমে এসেছে সারাদেশের। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো শ্রীমঙ্গলে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৫ দশমিক ০ ডিগ্রী সেলসিয়াস।
0 Comments