সর্বশেষ

6/recent/ticker-posts

ইছাপুরায় ম্যাপ সদস্যদের স্থানীয় স্বাস্থ্য সেবা জোরদার করনের সাফল্যের ৬ মাস - jagroto bikrampur 24


 

নিজস্ব প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় স্থানীয় স্বাস্থ্য সেবার ছয় মাসের সাফল্যের অনলাইন প্ল্যাটফর্ম ভার্চুয়াল মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মন্ত্রী পরিষদ বিভাগের সহযোগিতায়, বিট্রিশ কাউন্সিলের অংশীদারে ও ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে সোশ্যাল এ্যাকশন প্রোজেক্ট এর আওতায় গতকাল রবিবার দুপুর স ১ টার দিকে অনলাইন প্ল্যাটফর্ম ভার্চুয়াল মাধ্যমে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ম্যাপ সদস্যদের উদ্যোগে কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন উন্নয়ন সম্পর্কে অবগত করার লক্ষে এ আলোচনা সভা করা হয়। কুসুমপুর জাগরণী সংসদের সাধারণ সম্পাদক মো কবির হোসেনের সভাপতিত্বে এবং ইছাপুরা ইউনিয়ন ম্যাপ গ্রুপ লিডার ফাহিম শেখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ আঞ্জুমান আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের জেলা ডি এফ বিবি আয়শা। আরো উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়নের আওতাধীন সকল কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মী, পরিচালনা পরিষদের সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সকল ম্যাপ সদস্যরা।

ম্যাপ সদস্যদের মাধ্যমে পূর্ব শিয়ালদী কমিউনিটি ক্লিনিক,পরিচালনা পরিষদের সার্বিক সহযোগিতায় কমিউনিটি ক্লিনিকের রাস্তা সংস্কার করা হয়েছে। দীর্ঘদিন পা ভাঙ্গার ফাঁদ পাড়ি দিয়ে সেবা নিতে হতো পূর্ব শিয়ালদী এলাকাবাসীদের। এখন রাস্তা সংস্কারের পর স্বাস্থ্য কর্মী সহ সকল সেবাগ্রহীতারা খুব সুন্দর ভাবে যাতায়াত করতে পারেন এবং সেবা ও নিতে পারেন। টেংগুরিয়া পাড়া কমিউনিটি ক্লিনিকের বিদুৎ সুবিধা, ওজন পরিমাপের ডিজিটাল মেশিন, ঘড়ি দেওয়া হোয়েছে, সেই সাথে কিছু জায়গা রাস্তা সংস্কার করার ও আশ্বাস দিয়েছে পরিচালনা পরিষদ। চন্দলধূল কমিউনিটি ক্লিনিকের টিকা কার্যক্রম পরিদর্শন চন্দন্দধূল কমিউনিটি ক্লিনিক এমপি মহাদয় আসেন।

সেই কমিউনিটি ক্লিনিক এর সভাপতি স্বপন সাহেব অ্যাডভোকেসির মাধ্যমে এমপি মহাদয় কে অনুরোধ করেন তাদের কমিউনিটি ক্লিনিক এর রাস্তাটা পাকা বা আধুনিক করার জন্য এবং কমিউনিটি ক্লিনিকের সার্বিক উন্নয়নের কথা বলেন।তার প্রেক্ষিতে এমপি মহোদয় আশ্বাস দেন সময়ের মধ্যে তাদের রাস্তা এবং কমিউনিটি ক্লিনিকের সার্বিক উন্নয়ন করবে। কমিউনিটি ক্লিনিকের আনুষাঙ্গিক নিজস্ব অর্থায়নে ক্রয় করে দিন স্বপন সাহেব।

Post a Comment

0 Comments