সর্বশেষ

6/recent/ticker-posts

শ্রীনগরে "ই-আন্ডারডগ" আয়োজিত "সুযোগের মেলা" অনুষ্ঠিত

 


নিজস্ব প্রতিনিধি: 

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় স্যার জগদীশ চন্দ্র বসু ইন্সটিটিউশনে "ই আন্ডারডগ" কর্তৃক আয়োজিত "সুযোগের মেলা" শিরোনামে একটি মেলার আয়োজন করা হয়৷ উক্ত মেলাটি উদ্ভোধন করেন মুন্সিগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাহী বি চৌধুরী। সুযোগের মেলায় অংশ গ্রহণ করেন বিডি ক্লিন সহ মোট ৪ টি সামাজিক সংগঠন ও অন্যান্য প্রতিষ্ঠান। উক্ত মেলায় প্রতিটি সংগঠন তাদের কার্যক্রম তুলে ধরেন সকলের মাঝে। উল্লেখ্য যে, বিডি ক্লিন "পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে" এই স্লোগানকে ধারণ করে পরিচ্ছন্নতা ও সচেতনতা মূলক ইভেন্ট করে যাচ্ছে সারা বাংলাদেশের ৫৮ টি জেলায়।




 মুন্সিগঞ্জে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে বিডি ক্লিন যাত্রা শুরু করে ২০১৯ সালে অগ্নি ঝড়া মার্চ মাসে। বিডি ক্লিন এর স্টলে আসেন মাননীয় সংসদ সদস্য জনাব মাহী বি চৌধুরী। এসময় বিডি ক্লিনের বিভিন্ন বিষয়ে জানতে চান এবং সেই সাথে সব রকমের সহযোগিতা করার আশা ব্যক্ত করেছেন। উপস্থিত ছিলেন বিডি ক্লিন মুন্সিগঞ্জের জেলা সমন্বয়ক এডভোকেট মাহমুদ হাসান, সিরাজদিখান উপজেলার আইটি এন্ড মিডিয়া সমন্বয়ক মারুফ শেখ, মনিটর ইকরামুল,সদস্য সাদিয়া ইসলাম মৌ,সামিয়া রহমান ও তাসলিমা, বিডি ক্লিন টংগীবাড়ী উপজেলার উপ - সমন্বয়ক রিফাত আহমেদ,বিডি ক্লিন লৌহজং উপজেলার শেখ আমিন,ইমরান ও আলভী, বিডি ক্লিন গজারিয়া উপজেলা সমন্বয়ক সামিয়া এবং বিডি ক্লিন শ্রীনগর উপজেলা সমন্বয়ক বিএম মুহিত ও সাবেক সমন্বয়ক মিতুল হোসাইন।

Post a Comment

0 Comments