সর্বশেষ

6/recent/ticker-posts

মুন্সীগঞ্জে মানবিক স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠনমূলক কমর্শালা অনুষ্ঠিত - জাগ্রত বিক্রমপুর ২৪

 



নিজস্ব প্রতিনিধ:

১২ মে শুক্রবার সকালে মুন্সীগঞ্জ জেলায় Volunteers Association Of Munshiganj (VAM) - এর আয়োজনে জেলার সিরাজদীখাঁন উপজেলার ঢাকা - মুন্সীগঞ্জ লিংক রোডের ডি.সি প্রজেক্টের মেঘনীল রিসোর্টে মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলায় কর্তব্যরত মানবাধিকার ও সামাজিক কাজে নিবেদিত প্রায় ত্রিশটি সামাজিক সংগঠনের দুই শতাধিক মানবিক স্বেচ্ছাসেবী নেত্রীবৃন্দের উপস্থিতিতে সামাজিক কাজে তাদের অভিজ্ঞতা আলোকপাত, গঠনমূলক মানবিক কাজ বাস্তবায়ন, সংগঠন পরিচালনায় নানামূখী সমস্যা উত্তরণ ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ঐক্যান্তিক সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত হয়।


বি.ডি. ক্লিন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সমন্বয়ক এড. মাহমুদ হাসানের সঞ্চালনায় উক্ত কর্মশালায় উপস্থিত ছিলো  বিডি ক্লিন বাংলাদেশ, রেড ক্রিসেন্ট, বিজয়ের পথযাত্রা, বিক্রমপুর রক্তদান সংস্থা, মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র,বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম, ন্যাশনাল ইয়ুথ ব্লাড সার্ভিস, গজারিয়া মানবসেবা রক্তদান সংস্থা,বক্তাবলী পরগণা রক্তদান সংস্থা, মানবসেবা রক্তদান সংস্থা, ইয়ুথ ফাউন্ডেশন, আনন্দ পাঠশালা, ট্রাভেলেটস অব বাংলাদেশ, বিজয় গাঁথা সহ জেলায় দায়িত্বশীল সামাজিক ও মানবিক সংগঠনগুলোর বিভিন্ন শ্রেনীর স্বেচ্ছাসেবী নেত্রীবৃন্দ। 


মুন্সীগঞ্জ জেলায় মানবিক ও সামাজিক কাজকে আরও ত্বরান্বিত ও বেগবান করার লক্ষ্যে এ জেলায় কর্তব্যরত সকল মানবিক সংগঠনের নেত্রীবৃন্দের উপস্থিতিতে সভায় কতিপয় ঐক্যবদ্ধ কার্যকরি সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় বিভিন্ন মানবিক সংগঠনের নেত্রীবৃন্দ পরিছন্ন ও মানবিক বাংলাদেশ বিনির্মানে লক্ষ্যে গঠনমূলক বক্তব্য আলোকপাত করেন। এই জেলার সকল মানবিক সংগঠনকে একমঞ্চে থেকে শৃঙ্খলার সাথে যেকোনো পরিস্থিতি তে মানবসেবায় নিয়োজিত থাকার লক্ষ্যে সকলকে উদ্বুদ্ধকরণের জন্য Volunteers Association Of Munshiganj (VAM) কাজ করছেন বলে জানিয়েছেন এর আহ্বায়কগণ।


সভা শেষে উপস্থিত স্বেচ্ছাসেবীদের নিয়ে লটারি ড্র, সংগীত ও অভিনয় পরিবেশন, মধ্যাহ্নভোজ, নৃত্য পরিবেশন এবং সকল স্বেচ্ছাসেবীদের সম্মিলিত ফটোসেশানের মাধ্যমে দিনভর অনুষ্ঠানটি উদযাপন করা হয়।

Post a Comment

0 Comments