সর্বশেষ

6/recent/ticker-posts

একটি দিন তাদের সাথে যাদের জন্য দেখেছি এই সুন্দর ভুবন - জাগ্রত বিক্রমপুর ২৪

 



নিজস্ব প্রতিনিধি:


#একটি_দিন_তাদের_সাথে_যাদের_জন্য_দেখেছি_এই_সুন্দর_ভুবন


#একটি_গল্প

#একটি_আবেগ

#একটি_ভালোবাসা 

#Child_&_Old_Age_Care

#সাভার_বিরুলিয়া




#মা_বাবা আমাদের শ্রেষ্ঠ ভালোবাসা আর নির্ভরতার ঠিকানা। পৃথিবীর কোনো বাটখারায় কি পরিমাপ করা যায় মা-বাবার ভালোবাসা !!!! #মায়ের পরম স্নেহের ওজন দেওয়া কোনো মেশিন ধরাধামে সৃষ্টি হয়নি। তবুও জীবন সায়াহৃে এসে মা-বাবা'র ঠিকানা কেন বৃদ্ধাশ্রম???? তার উত্তর হয়ত আমার, আপনার বা আমাদের জানা নেই। 


মা-বাবা না থাকলে আমরা পৃথিবীর আলোই দেখতে পেতাম না। যে মা পরম স্নেহে শত কষ্ট, যন্ত্রণা সহ্য করে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করলেন। আবার জন্মের পর থেকে লালন-পালন করলেন এবং পড়ালেখা শেখানো থেকে শুরু করে জীবনের প্রতিটি ধাপে ত্যাগ স্বীকার করলেন। আজ নিজেদের একটু ভালো থাকার জন্য সেই বাবা-মায়ের ঠাঁই করে দিয়েছেন বৃদ্ধাশ্রমে। একটু কি আমরা বলতে পারি বুকে হাত রেখে আমরা কতটুকু মানুষ হতে পারলাম এই পড়াশোনা করে!!! 





#তিলে তিলে গড়ে তোলা সংসারে বঞ্চনার নিদারুণ দুঃখবোধে বৃদ্ধ বয়সে বাবা-মা কেমন আছেন?? কোথায় আছেন?? তা একটু দেখার জন্য আমরা গিয়েছিলাম সত্যের মুখোমুখি হতে কিছুসময় #ঢাকা_জেলার সাভার উপজেলার বিরুলিয়া নামক এলাকার #শিশু_ও_বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে যার নাম #Child_&_Old_Age_Care এখানে স্নেহের ছায়া বঞ্চিত হয়ে সন্তানের স্মৃতিচারণ, অভিমান আর বেদনায় বিধুর হয়ে আছেন ১৪৫ জন বাবা-মা ও ৪৫ জন প্রতিবন্ধী এবং আপনার আমার, আমাদের মতই কেউ রাস্তায় ফেলে রেখে চলে গেছেন এমন ফুটফুটে মিষ্টি হাসি সুন্দর শিশু গুলো। । এখানে বসবাসরত প্রতিটি বাবা-মা বেদনার অশ্রুজলে সিক্ত। 




এখানে তাদের সেবা করার জন্য যারা রয়েছেন তারা যে কি পরিমান সেবা যত্ন ও ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন তা সরাসরি না দেখলে হয়ত লিখে বুঝাতে পারবো না ❤️। 



যেই মা-বাবা আদর স্নেহ দিয়ে সন্তানদের বড় করেছেন, সেই সন্তানেরা বোঝা মনে করে সযত্নে রেখে গেছেন রাস্তায় বা কোন বৃদ্ধাশ্রমে । অনেক সন্তানের অর্থসম্পদের অভাব নেই, কিন্তু পিতা-মাতাকে নিজের কাছে রাখার প্রয়োজন বোধ না করে নিজেই পাঠিয়ে দিয়েছেন বৃদ্ধাশ্রমে।


 #স্নেহের ছেলে সন্তানেরা কথা দিয়েছিল প্রয়োজনে রক্ত বিক্রি করে কিংবা রিকশা চালিয়ে খাওয়াবে বাবা-মা'কে। কেউ কথা রাখেনি, রক্ত বিক্রি করে খাওয়ানোর কথা বলা ছেলেটি ব্যবসা করে খাচ্ছেন। প্রয়োজনে রিকশা চালিয়ে খাওয়াবে বলে কথা দেওয়া ছেলেটি এখন বাবার রেখে যাওয়া ব্যাংকে জমানো টাকা খাচ্ছেন। বৃদ্ধাশ্রমের বারান্দায় বসে কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাচ্ছে মায়ের। অথচ কেউ কথা রাখেনি। 



#ভালো_থাকুক_পৃথিবীর_সকল

#বাবা_মা

#সম্মান

#শ্রদ্ধা_আর_ভালোবাসা

Post a Comment

0 Comments