নিজস্ব প্রতিনিধ:
সিন্ডিকেট মুর্শিদাবাদ, কৃষক জনতা জিন্দাবাদ" এই স্লোগানে মুন্সিগঞ্জের সিরাজদিখানে বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার আয়োজনে পাইকারি মূল্যে সবজি বিক্রয় শুরু হয়েছে। কৃষকদের কাছ থেকে সরাসরি কয় কোরে হাতবদল ছাড়াই কৃষকের মূল্যে এই সবজি বিক্রয় করায় বাজারের চেয়ে কম ধরে সবজি ক্রয় করতে পেরে খুশি ভোক্তারা। তাই বুধবার সকালে সিরাজদিখান উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে সহনীয় ধরে সবজি কিনতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। উদ্যোক্তা ছাত্ররা জানান, বাজারের বিদ্যমান সিন্ডিকেট ভাঙ্গা ও মানুষের কাছে কম দামে সবজি পৌঁছে দিতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রথম দিনেই ভালো ছাড়া ফেলেছে। আমাদের এই কার্যক্রম প্রতিনিয়ত চলতে থাকবে যতদিন সিন্ডিকেট ভাঙতে না পারি। কাঁচা সবজি ছাড়া চাল, ডাল, তেল, আদা, রসুন ও ছিলো এই দোকান এ।
বৈষম্যবিরোধী ছাত্র ও জনতা সিরাজদিখান ব্যানারে এই সবজি বিক্রি কর্মসূচির সাথে অংশ নেন ছাত্র প্রতিনিধি জাকারিয়া আহমেদ ছাদ, রাতুল হাসান শান্ত, ইয়ামিন আয়মান, মারুফ শেখ, সৌরভ মাজি, মিলন হাওলাদার, বিএম রাব্বি, জুয়েল, আলামিন, রোহান হাওলাদার, সাব্বির হোসেন, সহ আরো অনেক এ।
0 Comments